সময় জার্নাল প্রতিবেদন : বিশেষ পরিস্থিতিতে অনলাইন সেবা অবাধ ও সহজ করতে বাণিজ্য সচিবের সাথে বৈঠক করেছেন ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার।
সোমবার বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীনের এর সাথে বিশেষ ওই বৈঠকে লকডাউন বা বিশেষ পরিস্থিতিতে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকান্ড আরো সহজ করার জন্য আলোচনা হয়।
অবশ্য গত ৩ মার্চ সকল ধরনের অনলাইন সেবা চালু রাখাসহ ১৫টি বিষয়ে দৃষ্টি আকর্ষন করে বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের ২১টি দপ্তরে চিঠি দেয় ই-ক্যাব।
সভায় ই-ক্যাব প্রেসিডেন্টে অনলাইন ডেলিভারী সেবার সময় বাড়ানো এবং রাস্তায় কোনো ধরনের সমস্যায় যেন অনলাইন উদ্যোক্তাদের পড়তে না হয় এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান।
এছাড়া ই-ক্যাবের স্টিকার এর নমূনা কপি দিয়ে স্টিকার বহনকারী প্রতিষ্ঠান বা কর্মীরা যেন যেকোনো সমস্যায় পড়লে দ্রুত গতিতে সে ব্যাপারে প্রশাসন থেকে সহযোগিতা পাওয়া যায় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
বাণিজ্য সচিব এ ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। এ সময় ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় এই বিষয়ে আরেকটি সভা হবে। সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
এসজে/এমএম