দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আজ শনিবার থেকে শুরু হচ্ছে গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী-দীঘিরপার শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমের কুম্ভ মেলা। ১৬৭ একর জমিতে এক রাতের জন্য এ মেলায় প্রায় ১০ লাখ দেশি-বিদেশি ভক্তের উপস্থিতি ঘটবে বলে আয়োজক কমিটি দাবি করেছে।
১৩৭ বছর আগে ১৩ জন সাধু ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে ১৩ জ্যৈষ্ঠ রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপারে ভারতের কুম্ভ মেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে কদমবাড়ীর দীঘিরপার শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এক রাতের মেলা হলেও চলে পরদিন ভোর পর্যন্ত। মেলা উপলক্ষে সাত দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসেন নানা রকম দ্রব্য সামগ্রির দোকানিরা।
সময় জার্নাল/এলআর