রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

আজ মহামানব গণেশ পাগলের কুম্ভ মেলা

শনিবার, মে ২৮, ২০২২
আজ মহামানব গণেশ পাগলের কুম্ভ মেলা

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আজ শনিবার থেকে শুরু হচ্ছে গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী-দীঘিরপার শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমের কুম্ভ মেলা। ১৬৭ একর জমিতে এক রাতের জন্য এ মেলায় প্রায় ১০ লাখ দেশি-বিদেশি ভক্তের উপস্থিতি ঘটবে বলে আয়োজক কমিটি দাবি করেছে।

১৩৭ বছর আগে ১৩ জন সাধু ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে ১৩ জ্যৈষ্ঠ রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপারে ভারতের কুম্ভ মেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে কদমবাড়ীর দীঘিরপার শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এক রাতের মেলা হলেও চলে পরদিন ভোর পর্যন্ত। মেলা উপলক্ষে সাত দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসেন নানা রকম দ্রব্য সামগ্রির দোকানিরা।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল