মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমদ উল্যাহ। মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা মহিবুল্লাহর সভাপতিত্বে, সংস্থার পরিচালক এনায়েত উল্লাহ মাসুম ও কর্মকর্তা বেলাল হোসেন শাকিলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ফুড প্যাকেজ ছাড়াও ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়।
এমআই