মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ। কুমিল্লা শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোটবাড়ী শালবন বিহার এবং ময়নামতি জাদুঘর সংলগ্ন লাল পাহাড়ি ও সমতলভূমির উপর ৫০ একর জায়গা নিয়ে অবস্থিত ।
আজকের এইদিনে (২৮ মে ২০০৬) ২০০৬-০৭ শিক্ষাবর্ষে চারটি অনুষদের অধীনে সাতটি বিভাগে মোট ৩০০ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক নিয়ে দেশের ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠাকালীন সাত বিভাগ, লোকপ্রশাসন, ইংরেজি, অর্থনীতি, গনিত, ব্যবস্থাপনা শিক্ষা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ও মার্কেটিং- এর শিক্ষক-শিক্ষার্থীরা কেক কেটে স্ব স্ব বিভাগের প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেন।
বিভাগ দিবস উদযাপন সম্পর্কে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: আবদুল্লাহ আল জামিল বলেন, কুবির ১৭তম জন্মদিন এবং একইসাথে আমাদের মার্কেটিং বিভাগেরও জন্মদিন আজ। এটা খুবই আনন্দদায়। আমি আশা করি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ স্ব স্ব ভাবে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আরো অনেক দূর এগিয়ে নিবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বড় বড় অবস্থানে প্রতিষ্ঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যালি, পায়রা অবমুক্ত করণ, সংক্ষিপ্ত বক্তব্য ও কেক কাটার মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে। এছাড়া সন্ধ্যাবেলা শিক্ষার্থীদের আয়োজনে 'সাংস্কৃতিক সন্ধ্যা' অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/এলআর