এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের দুটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর। রোববার দুপুরে জেলা শহরের কল্যান ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি সাহাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়ে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কল্যান ডায়াগনস্টিক সেন্টারকে প্যাথলজির পরীক্ষার কীট (রিএজেন্ট) মেয়াদোত্তীর্ণ থাকায় ২০ হাজার টাকা জরিমানা এবং মুক্তি সাহাসপাতাল ও ডয়াগনস্টিক সেন্টারকে সেবা প্রার্থীদের নিকট থেকে অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ হাজার টকিি জরিমানা জরা হয়। তিনি জানান এসব মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার খুবই ঝুকিপূর্ণ, এতে রোগীর মৃত্যুও ঘটতে পারে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় পরিচালিত অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি জেলা স্যানেটারী ইন্সপেক্টর বজলুর রশীদ খান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কোমর উদ্দিন উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর