জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
যুদ্ধে যাবার প্রেক্ষাপট, যুদ্ধকালীন ঘটনা সমূহ, যুদ্ধকালীন পরিবারের যন্ত্রনা ও নির্যাতন, যুদ্ধ থেকে ফিরে আসার পরে পরিবারের অনুভূতি এবং স্বাধীন বাংলাদেশ কিভাবে দেখতে চান এই ৫ টি বিষয়ের উপর ৬০ জন মুক্তিযোদ্ধার লেখা নিয়ে প্রকাশিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “বিজয়ের ময়দানে রাণীশংকৈল” এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
সোমবার দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রসাশনের আয়োজনে এই মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ১৬ জন বীরাঙ্গনা ও ৪৪ জন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতি নিয়ে তাদের নিজেদের লেখা বইটিতে তুলে ধরা হয়েছে। “বিজয়ের ময়দানে রাণীশংকৈল” বইটির সম্পাদক হচ্ছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টিভ। বইটির পৃষ্টপোষকতায় রয়েছেন সাবেক জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম ও বর্তমান জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টিভের সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী প্রমূখ।
অনুষ্ঠানে বইটির সম্পাদক ও নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন বলেন, আমি ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই বইটি প্রকাশের উদ্যেগ গ্রহন করি। এর আগে যেখানে ছিলাম সেখাও একটি বই প্রকাশ করি আমি। উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে এই বইটি ভূমিকা পালন করবে।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার পরবর্তি প্রজন্মকে জানানোর জন্য এটি একটি চমৎকার আইডিয়া। আমি এর পরে প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলবো তাদের ন্জি উপজেলায় এমন বই প্রকাশের উদ্যেগ নিতে। উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতিকে পরবর্তি প্রজন্মের কাছে পৌছে দিতে বইটি সহযোগীতা করবে।
সময় জার্নাল/এলআর