নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় মধু মিলন কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর শেখ সেলিম।
সেমিনারে বক্তারা বলেন, মাদক সমস্যা সমাজে মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। কারণ মাদকসহ সকল নেশার শুরুটা হয় এখান থেকেই। তামাক থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায়, তার চেয়ে অনেক বেশি তামাক সেবীদের চিকিৎসায় খরচ করতে হচ্ছে।
আলোচকরা জানান, তামাক মূলত হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজসহ ফুসফুসের ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার, ল্যারিংস ও মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়ে।
মাদকমুক্ত দেশ গড়তে তামাকের বিরুদ্ধে সামাজিক এবং ধর্মীয় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এসময় সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর