তিতুমীর কলেজ প্রতিনিধি: জাগ্রত সাংস্কৃতিক জোট আয়োজিত 'জাগ্রত স্টার অ্যাওয়ার্ড ২০২২' এ সেরা আলোকচিত্রী পুরস্কার পেয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ (নয়ন)।
(৩ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
ফটোগ্রাফি ক্যারিয়ারে দেশ-বিদেশ থেকে নানা অর্জন, নিজ গ্রামে ফটোগ্রাফি এক্সিবিশন, তিতুমীর কলেজে ফটোগ্রাফি ক্লাব প্রতিষ্ঠা করা। এসব কারণে সারা দেশ থেকে মনোনীত আলোকচিত্রীদের মধ্যে নয়ন কে সেরা নির্বাচিত করা হয়।
সেরা আলোকচিত্রীর পুরস্কার প্রাপ্তিতে নিজের অনুভূতি জানিয়ে আব্দুল ওয়াদুদ (নয়ন) বলেন, আমি আমার আলোকচিত্রী জীবনে চলার পথে ২৫ পুরষ্কার লাভ করেছি। তার মধ্যে এটা একটা অন্যতম পুরস্কার হিসেবে আমি মনে করছি। আমার অনুভূতি দারুন, আমার জন্য সকলে দোয়া করবেন। যেন বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।
উল্লেখ্য, জাগ্রত সাংস্কৃতিক জোট সারা দেশব্যাপী সাংস্কৃতিমনা মানুষদের নিয়ে কাজ করেন। এবং বিভিন্ন ক্যাটাগরিতে 'জাগ্রত স্টার অ্যাওয়ার্ড' প্রদান করে থাকেন।
এমআই