তিতুমীর কলেজ প্রতিনিধি:
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে রোভার স্কাউট গ্রুপের ৫০ তম সহচর নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুন) বিকাল ৪ টায় ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের দোতলায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে রোভার স্কাউট গ্রুপের নবীনদের বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের রোভার স্কাউট গ্রুপের লিডার অধ্যাপক আবূ জাফর ও ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: সালাহ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, রোভর স্কাউট একটি সুশৃঙ্খল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। তিতুমীর কলেজে যখনই কোন অনুষ্ঠান বা পরীক্ষা হয়েছে তখনই রোভার স্কাউটদের পাশে পেয়েছি। তবে সহ-শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি পড়াশোনাও ভালোভাবে চালিয়ে যেতে হবে। পরিশেষে বলতে চাই নবীন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন ও বিদায়ীদের জন্য শুভ কামনা।
উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন বলেন, স্কাউট একটি সহ-শিক্ষামূলক ও সেবামূলক কার্যক্রম। ইচ্ছাশক্তি, শৃঙ্খলাবোধ ও শপথ বাক্য পাঠের মাধ্যমে যারা স্কাউটে যোগ দেয় তাদের ভেতর আমি দায়িত্ববোধ জাগ্রত হতে দেখেছি। সমাজে সেবামূলক কার্যক্রমে স্কাউটদের ভূমিকা অপরিসীম। তিতুমীর কলেজ রোভার স্কাউটদের সর্বদা পাশে পেয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও বিদায়ী রোভার স্কাউট ও নতুন দায়িত্বে যারা এসেছে তাদের জন্য শুভ কামনা রইল।
এমআই