তিতুমীর কলেজ প্রতিবেদক:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৫ জুন) সকাল ১১ টায় রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন।
উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ সহ ছাত্রলীগের শতাধিক কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এমআই