খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হলরোডের একটি মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি খুলনার হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
ওই শিক্ষার্থীর নাম কাজল মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি ডিসিপ্লিনে অধ্যয়নরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পাশেই হলরোডের একটি মেসে থাকতেন। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়।
এ ঘটনায় কাজলের নিকট বন্ধুরা ধারনা করছেন যে,
কাজল বেশকিছু দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিষণ্ণতায় ভুগছিলেন। এরই জের ধরে আজ তিনি গলায় ধুতি পেচিয়ে আত্নহত্যা করতে পারেন বলে মনে করেন সহপাঠীরা।
তার বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, আজকে কাজলের পরীক্ষা থাকা সত্যেও তিনি পরীক্ষা দিতে যাননি। পরীক্ষা শেষে তার খোঁজ নিতে আসলে দরজা ভেতর থেকে বন্ধ করা অবস্থায় পাওয়া যায়। বার বার ডাকার পরেও কোনো আওয়াজ না মিললে বেলা ১.১০ এর দিকে দরজার ফুটো দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
পাশের কক্ষে থাকা তারই বন্ধু আতিকুল ইসলাম বলেন, 'আজকে আমাদের এগ্রিকালচার ইকোনমিকস পরীক্ষা ছিলো। পরীক্ষা দিতে যাওয়ার সময় বেশ কয়েক বার ডাকার পরও কোনো সাড়া শব্দ পাইনি। পরীক্ষার সময় হওয়ায় আমি পরীক্ষা দিতে চলে যাই।'
এই বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, 'আত্মহত্যার খবর পেয়ে আমরা এসে ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ কি সেটা জানা যায়নি।'