এই অগ্নিকাণ্ডের পর থেকে বিভিন্ন মিডিয়ায় ভিলেন হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইড নামক রাসায়নিক দ্রব্য কে দায়ী করা হয়েছে এবং এখনো হচ্ছে।
কিন্তু ৭১ টিভির আলোচনায় রসায়নবিদগণ জানলেন হাইড্রোজেন পার অক্সাইড একটি উচ্চ দাহ্য বা কোন বিস্ফোরণ যোগ্য রাসায়নিক নয়।
তাহলে মিলিয়ন ডলার কোশ্চেন, হাইড্রোজেন পারঅক্সাইড যদি উচ্চ দাহ্য ও বিস্ফোরণযোগ্য রাসায়নিক না হয় তাহলে ওই টার্মিনালে এমন কি ছিল যা বিস্ফোরণ ঘটাতে সহায়তা করেছিল? সেখানে এমনকি পণ্য ছিল যার বিস্ফোরণের শব্দ ৮ কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে? এবং ৫ কিলোমিটার দূরের মাটি কেঁপে উঠেছে?