দেব প্রসাদ ত্রিপুরা :
খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিভিল সার্জন অফিসে প্রেস ব্রিফিং এ জানানো হয়- জেলায় আগামী ১২-১৫ জুন ৪ দিন সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী ১৫০৭৯ জনকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৯১৪০৩ জনকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
নিয়মিত টিকাদান কেন্দ্রসমূহ, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকসহ মোট ১০৮৬ টি কেন্দ্রে ৯৪৫ জন কর্মী এবং ১৮৯০ জন সেচ্ছাসেবক এ ক্যাম্পেইনে নিয়োজিত থাকবেন।
এ ক্যাম্পেইন থেকে যাতে কোন শিশু বাদ না যায় সেজন্য সকলকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ ছাবের।
ভিটামিন এ'র অভাবে রাতকানা, হাম, দীর্ঘমেয়াদী ডায়রিয়া, মারাত্মক অপুস্টি এমনকি মৃত্যুঝুঁকি বাড়ে। আর এ ভিটামিনের প্রধান উৎস হল মাছ,মাংস,দুধ , ডিম, কলিজা এবং হলুদ ফলমূল ও রঙিন শাক সবজি ।
সময় জার্নাল/এলআর