নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুয়া গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (২৮), ধনবাড়ি উপজেলার ইসপিনজারপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সৌরভ আহমেদ হৃদয় (২৩) ও একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৭)।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মেহেদী হাসান টিটু নামে এক আসামিকে খালাস দেয়া হয়েছে। আদালতে আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আহমদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
সময় জার্নাল/এলআর