মুরাদ ইমাম কবির, হিলি : দিনাজপুরের হিলিতে আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গরীব অসহায় দুস্থ্য মানুষদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে রোস্তম আলী ওরফে আকালু (৪৯) নামের এক ব্যাক্তিকে ১০দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত রোস্তম আলী হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া গ্রামের মৃত ওয়াকিল আলীর ছেলে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, উপজেলার
খট্টামাধবপাড়া গ্রামের রোস্তম আলী নামের এক ব্যাক্তি আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যাক্তির নিকট থেকে অর্থ আদায় করছে। এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায়। পরে ঘটনাটি তদন্ত করে বিষয়টির সত্যতা পাওয়ায় তাকে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।
একইসাথে বিভিন্ন ব্যাক্তির নিকট থেকে যে টাকা নেওয়া হয়েছে সেটি ফেরত প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
সময় জার্নাল/এমআই