হিলি প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে ১৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩ এর সদস্যরা।
আটককৃতরা হলো-উপজেলার দক্ষিণ দামুদরপুর গ্রামের তনছেন আলির ছেলে মাসুদ রানা (২৮) এবং মৃত আবু বক্করের ছেলে আকরাম হোসেন। তাদের বিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে র্যাব বাদি হয়ে বিরামপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।
দিনাজপুর র্যাব ১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লা আল মামুন জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তি¡তে দিনাজপুর র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কম্পানি-১ এর সদস্যরা দিনাজপুরের বিরামপুর উপজেলার শান্তিপুর এলকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৬৩ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় মাসুদ রানা ও আকরাম হোসেন নামের দুই জনকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত। তাদের অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময় জার্নাল/এসএ