ওয়াজেদুল হক, মেহেরপুর প্রতিনিধি:
জেলা প্রশাসন মেহেরপুর কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫ টি দোকান ভেঙে দেওয়ার প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি কালো পতাকা হাতে দোকান বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছে। ৫ দিনের কর্মসূচির ধারাবাহিকতায়
শনিবার সকাল ১১ টায় তৃতীয় দিনের কর্মসূচি হিসেবে দোকান বন্ধ রেখে কালো পতাকা হাতে নিজ নিজ দোকানের সামনে অবস্থান নেন ব্যবসায়ীরা। এসময় হোটেল বাজার মোড়ে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি একত্রিত হয়ে কালো পতাকা হাতে অবস্থান ধর্মঘট পালন করেন।
হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান।
বক্তারা জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খান এবং মার্কেট উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদের অপসরণের দাবি জানান।
ব্যবসায়ীরা তাদের বক্তব্যে আরও বলেন, আগামী কালকের ভিতরে জেলা প্রশাসক ব্যবসায়ীদের সাথে আলোচনায় না বসলে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থ্ না করলে ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ৭ জুন মঙ্গলবার মেহেরপুর শহরের কোর্ট জামে মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য মসজিদের জায়গায় কোর্ট মোড়ের অবৈধ ২৫টি দোকান উচ্ছেদ করে জেলা প্রশাসন।
এর প্রতিবাদে হোটেলবাজার ব্যবসায় সমিতি উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুর্নবাসন ও ক্ষতিপুরণের দাবীতে বিভিন্ন আন্দোলন করে আসছে।
সময় জার্নাল/এলআর