শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চারবছর পর পূর্ণাঙ্গ হলো তিতুমীর কলেজ ছাত্রলীগের কমিটি

রোববার, জুন ১২, ২০২২
চারবছর পর পূর্ণাঙ্গ হলো তিতুমীর কলেজ ছাত্রলীগের কমিটি

মো. মাইদুল ইসলাম:

প্রায় চার বছর দেড় মাস বছর পর রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। আজ রবিবার (১২ জুন) ৩২২ সদস্যবিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য 
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ এপ্রিল তখনকার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোঃ রিপন মিয়া কে সভাপতি ও মাহমুদুল হক জুয়েল মোড়ল কে সাধারণ সম্পাদক করে তিতুমীর কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৮৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ১১ জন। এছাড়া বিষয়ভিত্তিক সব সম্পাদক এবং সহ সম্পাদক ও উপ-সম্পাদকের নামও ঘোষণা করা হয়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল