মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এক নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ৷ ১৩ জুন দিবাগত রাত ২টায় কু্বি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐ ঘটনায় সম্পৃক্ত থাকার ব্যাপারে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এ. এম. নূর উদ্দিন হোসাইনকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও অব্যাহতির পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রের নিকট তাঁকে বহিষ্কারের সুপারিশও করা হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে। তদন্ত কমিটিকে ৪৮ ঘন্টার ভেতর প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।
কিন্তু অভিযোগ এর ব্যাপারটিকে অস্বীকার করে ছাত্রলীগ নেতা এ. এম. নূর উদ্দিন বলেন, "গাড়ি ভাংচুর এর ঘটনার সাথে আমি যুক্ত ছিলাম না।"
উল্লেখ্য, সোমবার রাত ৯ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনাটি ঘটে।
সময় জার্নাল/এলআর