কামরুল হাসান, গজারিয়া প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর এলাকায় গজারিয়া জেনারেল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি টেংগারচর ইউপি চেয়ারম্যান, কামরুল হাসান ফরাজী বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনা এবং নেতৃত্বের মাধ্যমে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকয় স্থান পেয়েছে বাংলাদেশ ।
উন্নয়নশীল দেশকে বাস্তব রূপ দিতে, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দেশব্যাপী চালু আছে। তিনি আর ও বলেন উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বাস্তবায়নে ঘরে ঘরে উদ্যোক্তা প্রয়োজন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পরিচালক স্বাস্থ্য সেবা প্রদানে নিজেই একজন উদ্যোক্তা। উদ্যোক্তা বিভিন্ন খাতে বিভিন্ন উপায়ে নিজের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সেবা প্রদান বা মুনাফা অর্জন ই হল উদ্যোক্তার মূল লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কামরুল হাসান ফরাজী। শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী এর সভাপতিত্বে গজারিয়া জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোঃ ছানাউল্লাহ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে মোঃ জাহাঙ্গীর আলম, শাহিন শিকদার, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ শহীদ হোসেন, মোঃ উজ্জল হোসেন, ইব্রাহীম রাসেল, জি এম মোস্তফা প্রমুখ।
সময় জার্নাল/এলআর