সময় জার্নাল রিপোর্ট : নির্বিঘ্নে মোটরসাইকেলে রাইড শেয়ার সেবা চালু রাখার দাবিতে রাজধানীর মগবাজার চার রাস্তার মোড়ে বিক্ষোভ করছেন রাইড শেয়ারিংয়ের চালকেরা।
বিক্ষোভকারীরা জানান, লকডাউনের মধ্যে সবকিছু নির্বিঘ্নে চলছে, অথচ রাইড শেয়ারিং চালকদের বাধা দিচ্ছে পুলিশ। আরোহী নিলেই দেওয়া হচ্ছে মামলা।
আজ বুধবার (৭ এপ্রিল) দুপুর একটার দিকে মগবাজার মোড়ে কয়েকশ রাইড শেয়ারিংয়ের চালক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়াতে দেখা যায় তাদের। তাদের রাস্তা অবরোধের কারণে এয়ারপোর্ট রোড, বাংলামোটর রোড, কাকরাইল রোড ও মৌচাক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নুরনবী বলেন, ‘আমাদের কাছে এখনও কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
সময় জার্নাল/আরইউ