এম.পলাশ শরীফ, বাগেরহাট :
বাগেরহাটের মোড়েলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন সরকারি এসএম কলেজ মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলার ৩১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ খেলায় অংশ গ্রহন করবে।
এমআই