মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী তাঁতীদল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) বাদ মাগরিব জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এম এ জলিল। জেলা তাঁতীদলের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা, আনিসুর রহমান বাদশা, আমিনুল ইসলাম মুন্না, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মকশেদ আলী মঙ্গোলিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান চৌধুরী খোকা।
অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিবুর রহমান মুজিব, জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক হামিদুর রহমান, কেন্দ্রীয় তাঁতীদরের সদস্য মােঃ মাহফুজুর রহমান মাহফুজ, পৌর তাঁতী দলের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফারহান কাজল, পৌর তাঁতী দলের সহ-সভাপতি মোঃ হেলাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ হাসু খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ হেসেন চুন্নু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোয়ালী তাঁতাদলের সভাপতি মোঃ বাবু, পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল আলম শামীম, পৌর তাঁতীদলের সদস্য মোঃ মনু৷ গুড্ডু, শাহিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর