ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর সদরের হয়বতপুর ইউনিয়ন পরিষদ ও সামনে শহীদ মিনারের পাদদেশে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে র্যাবের বোমা ডিসপোজল ইউনিট। সকালে সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের পাশে হয়বতপুর বাজার এলাকার শহীদ মিনারে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এর পরই পুলিশ গিয়ে ওই এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেন। শহীদ মিনারের কয়েকশ গজ এলাকা পুলিশ ঘিরে রাখে। এ সময় এলাকায় আতংক দেখা দেয়।
ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক শামিম আহমেদসহ র্যাব পুলিশের কর্মকর্তারা। এছাড়া উৎসুক মানুষ সেখানে ভীড় করে। পরে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা গিয়ে ওই বস্তুটি উদ্ধার করে ও পরে তা একটি ফাকা জায়গায় নিয়ে তা নিষ্ক্রিয় করে র্যাব - ৫ এর বোম ডিসপোজল ইউনিট। এর পর এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক শামিম আহমেদ জানান, খবর পাওয়া মাত্র এটা ধ্বংস করতে র্যাবের ডিসপোজল টিমকে ডেকে বঢ়বস্থা নেয়া হয়েছে। কে কেন এসব করেছে তা তদন্ত করা হবে। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে কারা জড়িত তাও তদন্তে বেড়িয়ে আসবে। এর পেছনে অন্য কোন ভীতি ছড়ানো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা তাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে র্যাব ৫ এর নাটোর কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান , বোমা সাদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
সময় জার্নাল/এলআর