মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

শারিরীক প্রতিবন্ধী ছালেকে খুঁজছে পরিবার

রোববার, জুন ১৯, ২০২২
শারিরীক প্রতিবন্ধী ছালেকে খুঁজছে পরিবার

সময় জার্নাল ডেস্ক:

হারিয়ে যাওয়া এক শারিরীক প্রতিবন্ধী মোঃ ছালে আহাম্মদকে খুঁজছে তার পরিবার।

ছেলেটির গায়ের রং শ্যামলা , হালকা - পাতলা স্বাস্থ্য , মুখমন্ডল : লম্বাটে , মাথার চুল কালো ও ছোট ছোট , নাক : খাড়া , চোখের বর্ণ : কালো , উচ্চতা : ৫ ফুট ৬ ” ইঞ্চি । বয়স : ২৯ বৎসর , শারীরিক প্রতিবন্ধী দুই পায়ে খুড়িয়ে হাঁটে। নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। গত ২৮/০২/২০২২ ইং তারিখ বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় বাড়ি থেকে বের হইয়া গেছে । ছেলেটি বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখোঁজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পায়নি । হারানোর সময় তার পরনে ছিল হলুদ রংয়ের টাউজার ও গায়ে ছিল একটি হাফ শার্ট । সাথে একটি লাল রংয়ের গামছা ছিল । 

মোঃ ছালে আহাম্মদের পিতার নাম মোঃ মিজান ঠিকানা- সাং- গোলাকান্দাইল , থানা - রূপগঞ্জ , জেলা- নারায়ণগঞ্জ।

এ বিষয়ে থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং- ৯৭১। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো । 

যোগাযোগের ঠিকানা মোবাইল নং- ০১৬৩২-৩৬৫৩৬০ অথবা ০১৭১২-০২৫৪৪৯


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল