অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে বিপর্যস্ত পুরো সিলেট। দেশের এই ক্রান্তিলগ্নে সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ব্রত গ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের একদল শিক্ষার্থী। মানুষের বাঁচার তীব্র আকুতিতে সাড়া দিয়ে জবিস্থ সিলেট বিভাগীয় শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরের সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করছেন ।
রবিবার ( ১৯ই জুলাই ) সকাল থেকে 'সিলেট বিভাগের বন্যার্তদের পাশে দাঁড়াই' নামের ক্যাম্পেইনটি শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। ক্যাম্পাস ভিত্তিক এই ক্যাম্পেইনটি বর্তমানে অনলাইনে ও বেশ সাড়া ফেলেছে।
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের যেসকল শিক্ষার্থী ও স্কাউটার ইতোমধ্যে সিলেটে অবস্থান করছেন তাদের সমন্বয়ে গঠিত দলগুলো ত্রাণ ও উদ্ধারকাজে সম্পৃক্ত আছেন।
মানবিক সহযোগিতায় :
বিকাশ ও নগদ:
01722254230 (পার্সোনাল- কাওছার, ১০ম ব্যাচ)
01521461775 (পার্সোনাল- নুরুজ্জামান, ১১তম ব্যাচ)
01759100796 (পার্সোনাল- কামরুল, ১৪তম ব্যাচ)
01782568551 (পার্সোনাল- অনুপম, ১৫তম ব্যাচ)
রকেট:
017222542308 (পার্সোনাল- কাওছার, ১০ম ব্যাচ)
017592302643 (পার্সোনাল- লিপন, ১২তম ব্যাচ)
01782568551 (পার্সোনাল- অনুপম, ১৫তম ব্যাচ)
ব্যাংক একাউন্ট:
A/C Name: MD. ANAMUL HASAN KAWSAR
A/C No: 0200008876150
শাখার নাম: অগ্রণী ব্যাংক লিমিটেড
শাখার নাম : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা,ঢাকা দক্ষিণ
রোটিং নং: 010273106
সময় জার্নাল/এলআর