মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে ফল উৎসব করার কথা ছিল আগামী ২১ জুন। কিন্তু উৎসবের আহ্বায়ক কমিটি ফল উৎসবের ১০ হাজার টাকা বন্যা কবলিত মানুষের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নিয়েছে।
রবিবার (১৯ জুন) ফল উৎসব কমিটির আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এরকম পরিস্থিতিতে উৎসব করা এক ধরনের বিলাসিতা। আমাদের শিক্ষার্থীদের পরিবার যেখানে একটা দুর্যোগের মধ্যে আছে সেখানে এরকম উৎসব বেমানান। উৎসব সামনে আরো আসবে। আপাতত পরিস্থিতি বিবেচনায় আমরা সিলেটের মানুষদের পাশে দাঁড়াতে চাই।
এমআই