দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১২৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে এ খেলায় অংশ গ্রহন করেন ১৩৮ নং মানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১২৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ।
ট্রাইবেকারে ৩-২ গোলে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা শেষে শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।
এসময় উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরাসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর