রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজীবপুর উপজেলার থানা মোড়ের মোবাইল ব্যাংকিং বিকাশ এর এজেন্ট আকোয়াত হোসেন ভুল করে ১০ হাজার টাকা ক্যাশ ইন করে একটি বিকাশ নম্বরে। পরে বিষয়টি বুঝতে পেরে সেই নম্বরে যোগাযোগ করলে টাকা দিতে অস্বীকার করে সেই ব্যাক্তি।
নিরুপায় হয়ে ভুক্তভোগী আকোয়াত রাজীবপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।বিষয়টি নিয়ে তদন্ত ও অনুসন্ধান শুরু করে রাজীবপুর থানা পুলিশ।
অনুসন্ধানে জানতে পারে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় জনৈক এক ব্যাক্তির নম্বরে ভুল ক্রমে টাকা চলে গেছে। পরে গোয়ালন্দ থানা পুলিশের সহযোগিতায় সেই ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করে বৃহস্পতিবার আকোয়াতকে বুঝিয়ে দেয় ওসি মোজাহারুল ইসলাম।
টাকা ফেরত পেয়ে ভুক্তভোগী আকোয়াত হোসেন বলেন,আমি ১০ হাজার টাকা ভুল করে অন্য নম্বরে পাঠাই। পরে সেই নম্বরে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে টাকা দিতে গড়িমসি করে এবং ফোন বন্ধ করে রাখে। টাকা ফেরত পাবো সেই আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। ঘটনার ৩ মাস পর ওসি স্যার আমার টাকা উদ্ধার করে দিয়েছেন আমি তার কাছে চির কৃতজ্ঞ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন,দরিদ্র ওই ব্যবসায়ী ভুল করে ১০ হাজার টাকা ভুল নম্বরে পাঠিয়ে দেয়।পরে থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করি। টাকা উদ্ধারে গোয়ালন্দ থানা পুলিশ সর্বাত্বক সহযোগিতা করেছেন এবং তাদের আন্তরিকতার কারনেই টাকাটা উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
সময় জার্নাল/এলআর