নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীসহ সারা দেশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। প্রথম যারা নিয়েছিলেন, সিদ্ধান্ত অনুযায়ী আট সপ্তাহ পূরণ সাপেক্ষে এসএমএসয়ের ভিত্তিতে দ্বিতীয় ডোজ দেয়া হবে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজের কর্মসূচিও চলবে। একই সঙ্গে রমজান মাসেও টিকা কার্যক্রম অব্যহত রাখার সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, আজ থেকে শুরু হতে যাওয়া টিকার দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। এসএমএস বার্তায় দেয়া নির্দেশনা অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।
এদিকে টিকার দ্বিতীয় ডোজ প্রদানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদফতর। ইতোমধ্যে জেলাগুলোতে টিকা পাঠানো হয়েছে। জেলা পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ জেলার টিকা গ্রহণ করেছেন। তবে সবাইকে টিকা কার্ড সঙ্গে নিয়ে আসার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ভ্যাকসিন নেয়ার জন্য সাধারণকে উদ্বুদ্ধ করতে স্থানীয় মসজিদের মাইকে ও ক্যাবল টিভি চ্যানেলের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল পর্যন্ত টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন।
সময় জার্নাল/আরইউ