গাজীপুর প্রতিনিধি : রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 'শিশুবক্তা' হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর (২৬) বিরুদ্ধে গাজীপুরে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) র্যাব বাদী হয়ে গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এর আগে, বুধবার (৭ এপ্রিল) ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ জানান, বৃহস্পতিবার সকালে র্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেদ বাদী হয়ে মামলাটি করেন। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশি হেফাজতে রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
সময় জার্নাল/আরইউ