এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে স্বল্প খরচে উন্নত প্রযুক্তিতে চিকিৎসা সেবার প্রত্যয়ে যাত্রা শুরু হয়েছে ডাক্তার পয়েন্ট হাসপাতাল।
শুক্রবার বিকাল ৫.৩০ টায় ফকিরহাট শহরের প্রবেশদ্বারস্থ ডাক্তার পয়েন্ট হাসপাতালটির শুভ উদ্ভোদন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি স্বপন কুমার দাস।
জেলার সর্বাধুনিক ডাক্তার পয়েন্ট হাসপাতালের সেবা সমূহের মধ্যে রয়েছে, আউটডোর, সার্বক্ষণিক ও সান্ধ্যকালীন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চেম্বারে চিকিৎসা সেবা, আধুনিক পেশেন্ট বেড, কেবিন, নতুন চিকিৎসা সরঞ্জাম, আধুনিক ও স্বাস্থ্যকর পরিবেশে ন্যায্য মূল্যে সেবা, মায়েদের স্বাস্থ্য সেবা ও আধুনিক অপারেশন থিয়েটারসহ পুরো হাসপাতাল বিল্ডিংকে সাজানো হয়েছে।
নিয়োগ দেয়া হয়েছে দক্ষ ডাক্তার, নার্স ও জনবল। পার্শবর্তী এলাকাসহ দূরবর্তী এলাকার জনগণকে আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত ডাক্তার পয়েন্ট হাসপাতাল।
এ ব্যাপারে হাসপাতালের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান জানান, সাধ্যের মধ্যে আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা দিতে এই হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। স্বল্প খরচে উন্নত প্রযুক্তিতে ও আধুনিক পদ্ধতিতে চিকিৎসা সেবার প্রত্যয়ে ডাক্তার পয়েন্ট হাসপাতাল পরিচালিত হবে।
প্রত্যন্ত অঞ্চলের আধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত মানুষ ও শহরের আশেপাশের অঞ্চলের রোগিদের সঠিক সেবা দেয়ার লক্ষ্যে নিয়ে ডাক্তার পয়েন্ট হাসপাতাল বদ্ধপরিকর। বিশেষ করে গর্ভবতী মায়েদের পরিপূর্ণ সেবা প্রদান করার লক্ষ্যে হাসপাতাল সর্বাত্মক সেবায় নিয়োজিত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা,ফকিরহাট উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ শাহ্ মোঃ মহিবুল্লাহ সহ প্রমূখ
সময় জার্নাল/এলআর