ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের সদর উপজেলার হালসা ইউনিয়নের ফুলশর গ্রামে ফয়েজ উদ্দিনের বসতবাড়ীতে অবৈধ প্রক্রিয়ায় নামী দামী দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুত করার দায়ে শুভ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও র্যাব।
গতরাতে ওই অভিযানে নেতৃত্ব দেন র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর।
অভিযানে শুভ এন্টারপ্রাইজের মালিক সত্ত্বাধিকারী মোঃ মহিউদ্দিন কাজলকে ওই জরিমানা করা হয়। সে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পালপাড়া গ্রামের মৃত হাসমত মোল্লার ছেলে।
এ সময় এক চল্লিশ হাজার নয়শত পিস দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল ক্রিম জব্দ করা হয়।
সময় জার্নাল/এলআর