মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২’ আয়োজন করে বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন। আজ মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিএনসিসির প্লাটুনের অভিভাবক ২/লে: (বিএনসিসিও) অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম, মহিলা প্লাটুনের পিইউও মোসা. শামসুন্নাহারসহ বিএনসিসির ক্যাডেটবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বিএনসিসি কুবি প্লাটুনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রোগ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করে, তারা নিজেরাও অনেক কষ্ট করে। তাদের এধরনের কাজগুলোও অত্যন্ত প্রশংসনীয়।
সময় জার্নাল/এলআর