মোঃ তারিকুল ইসলাম আরিফ, ববি প্রতিনিধি:
৩৯ তম পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নিয়োগ পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত ২৭ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
মঙ্গলবার (২৮ শে জুন) বিকেলে বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রার্থীদের জানানো হবে।
সুপারিশ প্রাপ্তদের মধ্যে বিশ্বিবদ্যালয়ের মার্কেটিং বিভাগের ০৫ জন, অর্থনীতি বিভাগের ০৪ জন, একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের ০২ জন, লোক প্রশাসন বিভাগের ০২ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ০৩ জন, সমাজবিজ্ঞান বিভাগের ০৩ জন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ০২ জন, ইংরেজি বিভাগের ০২ জন, ভূতত্ত্ব ও খনিজবিদ্যা,রাষ্ট্রবিজ্ঞান, গনিত ও রসায়ন বিভাগের ০১ জন করে মোট ২৭ জন বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সময় জার্নাল/এলআর