রাকিব চৌধুরি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড এগ্রো প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক ফ্রিল্যান্সিং বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারটির প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. সালেহ আহমেদ স্যার। সেমিনারে বক্তব্য রাখেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও সেমিনারের প্রধান অতিথি ড. সালেহ আহমেদ, ফুড এন্ড এগ্রো প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট স্ট্যাডিস বিভাগের সভাপতি মোঃ রকোনুজ্জামান, ফুড এন্ড এগ্রো প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রগতি বকসি , মোস্তফা কামাল ও মোমিন খান এবং ফ্রিল্যান্সিং বিষয়ক বিশেষজ্ঞগণ। সবার জন্য সেমিনারটি উন্মুক্ত রাখা হয়েছিলো। বিভিন্ন বিভাগের ফ্রিল্যান্সিং বিষয়ক আগ্রহী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
ফ্রিল্যান্সিং বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু একটু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীনতা অনুযায়ী নির্দিষ্ট ধরাবাঁধা বেড়া জালের বাহির থেকে কাজটি করতে পারবেন। বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।
এই ফিল্ডে প্রয়োজন একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের সার্মথ্য অনুযায়ী ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জামাল উদ্দিন স্যার।
এমআই