বুধবার, ২৩ জুলাই ২০২৫

৪৮তম বিশেষ বিসিএসে বদলি পরীক্ষার্থী শনাক্ত, আজীবন বহিষ্কার

বুধবার, জুলাই ২৩, ২০২৫
৪৮তম বিশেষ বিসিএসে বদলি পরীক্ষার্থী শনাক্ত, আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি:

৪৮তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) বদলি পরীক্ষার্থী শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত শুক্রবার (১৮ জুলাই) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা রাজধানীর ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (২২ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস‌এম মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, পরীক্ষা চলাকালে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দুজন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে একজন বদলি পরীক্ষার্থী শনাক্ত হয়েছে। মো. নাজমুল হাসান (রেজি. নম্বর ৪৮১৩০৫৮৭), পিতা মো. আকবর আলী, মাতা মোসাম্মৎ নাজমা বেগম, জেলা সিরাজগঞ্জের পরিবর্তে বদলি পরীক্ষার্থী মো. ফাহাদ মৃধা (বয়স ২৪), পিতা মো. রেফা মৃধা এবং মাতা তমা প্রামাণিক (রেজি. নম্বর ৪৮১৩০৪৭৫), পিতা প্রবীণ কুমার প্রামাণিক, মাতা নন্দিতা সরকার, জেলা নাটোরের পরিবর্তে বদলি পরীক্ষার্থী জেসমিন আক্তার, বয়স (২৮), পিতা মো. মোখলেছুর রহমান) এবং মো. লিটন শেখ (রেজি. নম্বর ৪৮১৩২৭৬০), পিতা মো. দেলখোশ আলী, মাতা ফরিদা ইয়াসমিন, জেলা সিরাজগঞ্জের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এনামুল হক (বয়স ২৫), পিতা গোলাম মোস্তফা, মুরাদনগর, কুমিল্লা। তাদের প্রত্যেককে এক মাস করে কারাগারে দেওয়া হয়।

ইডেন মহিলা কলেজ হলে দুজন পরীক্ষার্থীর মধ্যে আফরিন জাহান (রেজি. নম্বর ৪৮২০১৩৬৫), পিতা মহসিন মাহমুদ, মাতা আমিনা বেগম, জেলা ময়মনসিংহের নিকট মোবাইল ফোন পাওয়া যাওয়ায় ১৫ দিনের জেল এবং নুসরাত জাহান (রেজি. নম্বর ৪৮২০৩৩৮৮), পিতা এ টি এম নূরুন্নবী, মাতা সালেহা নবী প্রশ্নপত্রে নকল করার চেষ্টার দরুন তার বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া আশিক ইকবাল (রেজি. নম্বর ৪৮১৩৩৫০৩) নিজের রেজিস্ট্রেশন নম্বরের অংশে নিজ রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লেখায় তার প্রার্থিতা বাতিলসহ তাকে আজীবনের জন্য কমিশন কর্তৃক গৃহীত সব পরীক্ষা থেকে বহিষ্কার করার শাস্তি প্রদান করা হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী এবং যাদের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এসেছেন, তাদের এই পরীক্ষা থেকে বহিষ্কার এবং বদলি পরীক্ষার্থীসহ সবাইকে পিএসসি কর্তৃক গৃহীতব্য সব পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল