মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বাচনশৈলীর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আবৃত্তি কর্মশালা

বুধবার, জুন ২৯, ২০২২
বাচনশৈলীর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আবৃত্তি কর্মশালা

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: আবৃত্তির সংগঠন বাচনশৈলীর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আবৃত্তি কর্মশালার আয়োজন করা হয়েছে। 

সংগঠনটির আয়োজনে ১ জুলাই শিল্পকলা একাডেমী পাবনায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য বিশিষ্ট আবৃত্তিশিল্পী অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, অধ্যাপক রূপা চক্রবর্তী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক নাজমুল আহসান, আবৃত্তিশিল্পী ও সংগঠক মজুমদার বিপ্লব। 

বিকাল ৪টায় পাবনার ৮টি আবৃত্তি সংগঠনের পরিবেশনার পাশাপাশি পাবনার আবৃত্তিকার ও কবি কণ্ঠে পরিবেশনা থাকবে। ৩০শে জুন (বৃস্পতিবার) পর্যন্ত শহরের তুলাপট্টির গৃহবিলাশে কর্মশালার অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্থক ও সাফল্যমন্ডিত করতে সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন বাচনশৈলীর সভাপতি সামুন সাব্বির।


বাচনশৈলীর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আবৃত্তি কর্মশালার রেজিস্ট্রেশন চলছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল