স্পোর্টস ডেস্ক:
সমুদ্রভীতির কারণে তামিম ইকবাল বিসিবিকে আগেই জানিয়ে দেন যে, ফেরিতে চড়ে ডমিনিকা যাবেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে না থাকায় ওয়ানডে অধিনায়কের ডমিনিকা যাওয়া জরুরি ছিলও না। তবে যারা স্কোয়াডে রয়েছেন, তাদের অধিকাংশ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সমুদ্রযাত্রায়।
টেস্ট সিরিজ শেষে ক্যারিবিয়ানে টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে টাইগাররা। ডমিনিকার উইন্ডসর পার্কে আগামীকাল শনিবার মুখোমুখি হবে দু’দল। সে উদ্দেশ্যেই সেন্ট লুসিয়া থেকে ফেরিতে চড়ে আটলান্টিক মহাসাগর হয়ে বৃহস্পতিবার দুপুরে ডমিনিকায় পৌঁছায় বাংলাদেশ দল। তবে দীর্ঘ পাঁচ ঘণ্টার সমুদ্র যাত্রায় অসুস্থ হয়ে পড়েন খেলোয়াড়রা।
সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল ৭টায় মার্টিনেকের উদ্দেশে রওনা দেয় পার্লে এক্সপ্রেসের ফেরি। সেন্ট লুসিয় থেকে মার্টিনেক হয়ে ডমিনিকা, এরপর আরো কয়েকটি দ্বীপ। সমুদ্রপথে ঢেউয়ের ধাক্কায় ফেরির বড় বড় দুলুনিতে একে একে ‘মোশন সিকনেসে’ আক্রান্ত হতে থাকেন ক্রিকেটাররা। কয়েক দফা বমিও করতে দেখা গিয়েছে তাদের।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
এমআই