বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ শত শত ভক্তবৃন্দ এ বার্নাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। জগন্নাথ দেবের রথযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী লোকনাথ মন্দিরে শেষ হয়।
এ বর্নাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত শশংকর চক্রবর্তী কাউন্সিলর শংকর কুমার রায়, হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক রতন কুমার সাহা, ডা. রনি দেবনাথ, মিন্টু সাহা, জীবন কৃষ্ণ পোদ্দার, গোবিন্দ চক্রবর্তী, রতন সরকার সহ
বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
রথযাত্রা বা রথদ্বিতীয়া এটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম হিন্দুদের প্রধান উৎসব। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে।