তিতুমীর কলেজ প্রতিনিধি:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ।
শনিবার (২ জুলাই) বেলা ১২টায় তিতুমীর কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মী।
মানববন্ধনে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া বলেন, অধ্যাপক ড.রতন সিদ্দিকীর উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। শিক্ষকরা আমাদের জাতি গঠনের কারিগর। আর সেই শিক্ষকের উপর হামলা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। আমরা এই হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাক জুয়েল মোড়ল বলেন, অধ্যাপক ড. রতন সিদ্দিকী শুধু তিতুমীর কলেজের শিক্ষক নন তিনি দেশের সম্পদ। শিক্ষকদের উপর এমন হামলার ঘটনা মোটেও কাম্য না। আমাদের তিতুমীর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রতন সিদ্দিকীর উপর হামলার প্রতিবাদ জানাচ্ছি আমরা।
উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ জুলাই) দুপুরে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৬/এ সড়কে হামলার ঘটনা ঘটে।
এমআই