দেব প্রসাদ ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি:
শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিশাল মানববন্ধন করেছেন শিক্ষক সমাজ। রবিবার সকাল ৯ টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক হত্যা ও লাঞ্চনাকারী এবং মদদ দাতাদের শাস্তি নিশ্চিত, শিক্ষকদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে পদক্ষেপ নেওয়া এবং শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান শিক্ষক নেতারা ।
ঢাকার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মম ও বর্বরোচিত হত্যাকান্ড এবং নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কে জুতোর মালা পড়িয়ে লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণ করেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, বেসরকার মাধ্যমিক শিক্ষক সমিতি, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারিসহ শত শত শিক্ষক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের
প্রতিনিধিরা।
সময় জার্নাল/এলআর