আন্তর্জাতিক ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস। মৃত্যু হলো অন্তত ১৬ জনের। নিহতদের মধ্যে স্কুলপড়ুয়াও রয়েছে। ভারতের হিমাচল প্রদেশের কুলুতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে হিমাচল প্রদেশের কুলুর নেওলি-শানসের রোড দিয়ে ওই বেসরকারি বাসটি যাচ্ছিল। সাইঞ্জ উপত্যকার কাছে জংলা এলাকায় বিপত্তি। বাসটি বাঁক নেয়ার সময় খাদে পড়ে যায়। বাসটি একেবার দুমড়ে-মুচড়ে যায়।
এ দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
কুলুর ডিসি আশুতোষ গর্গ জানান, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের। নিহতদের লাশগুলো ময়নাতদন্তে পাঠানোর বন্দোবস্তও শুরু হয়েছে।
নিহতদের পরিবার প্রতি ২ লাখ এবং আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
সময় জার্নাল/এলআর