উপজেলা প্রতিনিধি:
বানভাসিদের পাশে দাঁড়িয়েছে মাধবপুর উপজেলার সামাজিক সংগঠন সেলফলেস সোসাইটি অরগানাইজেশান।
সেলফলেস সোসাইটি অরগানাইজেশানের উদ্যোগে বন্যাক্ষতিগ্রস্ত ১২৫ টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৫ জুলাই) সিলেটের মাধবপুর উপজেলার বুল্লা,রামপুর,মাঝিশ্বাইরের এলাকাবাসীদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
মোঃ আল- মাসুদ লোকমান এর নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- মোঃ কামরুজ্জামান ( প্রাইমারী স্কুলের শিক্ষক), সৈয়দ ইকরামুজ্জামান মারুফ, হারুনুর রশিদ বাকি,মোঃ সালেকুল ইসলাম মুন্না, মোঃ সবুজ আহমেদ, বাঁধন ভট্টাচার্য, মোঃ তুহিন,মোঃজহির,মোঃনাঈম, মোঃ আরাফাত, মোঃ অন্তর।