আন্তর্জাতিক ডেস্ক:
সংখ্যাটা এখন ৫৩। মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে বিদ্রোহ করে তার মন্ত্রী ও সহযোগীদের ৫৩ জন এরই মধ্যে পদত্যাগ করেছেন। সে হিসেবে প্রতি ঘণ্টায় একজন সরকার থেকে সরে দাড়াচ্ছেন। বৃটিশ গণমাধ্যমগুলোতে কিছুক্ষণ পরপরই নতুন নতুন পদত্যাগের খবর আপডেট হচ্ছে।
সর্বশেষ পদত্যাগ করেছেন বিজ্ঞান বিষয়ক মন্ত্রী জর্জ ফ্রিম্যান। তিনি বলেছেন, ১০ ডাউনিং স্ট্রিটে বিশৃংখলা। মন্ত্রীপরিষদের সম্মিলিত দায়িত্ব ভেঙে পড়েছে। মন্ত্রিত্বের কোড উপেক্ষা করা হচ্ছে। পার্লামেন্টে অসঙ্গতি, পার্লামেন্টের সুরক্ষা রক্ষণশীলদের কাছে উপেক্ষার। সরকারের ওপর জনগণের আস্থা নষ্ট হয়েছে। এসবই সাংবিধানিক সংকট।
এটাই আমি এখন বিশ্বাস করি। পদত্যাগপত্রে এ কথা উল্লেখ করে তিনি লিখেছেন, গভীর ভারাক্রান্ত হৃদয়ে লিখতে হচ্ছে। আমাদের দেশ সংকটে। নেতৃত্বের সংকট দেখা দিয়েছে।
এমআই