এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই”বিষয়ক বাগেরহাটের মোড়েলগঞ্জে বৃহস্পতিবার আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা সভাপতিত্ব করেন পিস ফ্যালিলেটর গ্রুপ পিএফজি’র এ্যাম্বাসেডর ও মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক। বক্তব্য রাখনে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ.বি সিদ্দিকি, উপজলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. কে. আজিজ, উপজলো মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আজমিন নাহার, এসপিএল প্রকল্পের ব্যবস্থাপক কাজী নিশাত, মোড়েলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারন সম্পাদক ফজলুল হক খোকন, সাংবাদিক শহিদুল ইসলাম, ইমাম-মোয়াজ্জিন পরিষদরে সভাপতি মো. আব্দুল হাই, কেন্দ্রীয় হরসিভা মন্দিরের পন্ডিত শশাংক চক্রর্বতী, সরকারি এস. এম কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসাইন, সোলমবাড়িয়া র্দুগা মন্দিরের পুরোহতি সুধাংশু চক্রর্বতী। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন র্সবদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি মোরেলগঞ্জ সমন্বয়কারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ ।
দি হাঙ্গার প্রোজেক্টের সহয়োগীয় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রজেক্টের উপজেলে সমন্বয়কারী কাজী মিজানুর রহমান, ইউনয়িন সমন্বয়কারী মেহেদী হাসান, নাহিদা আক্তার, তাসলিমা খাতুন ও মো: ফয়সাল হাওলাদার ।
সাম্প্রতিক সময়ে বাগেরহাটের,ি চতলমারী এবং মোড়েলগঞ্জে ফেসবুকে কতিপয় পোস্টে ধর্মীয় অবমাননাকে কন্দ্রে করে সৃষ্ট সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবী এবং র্ধমীয় সম্প্রীতি বজায় রাখতে বীর মুক্তেিযাদ্ধা, ইমাম-পুরোহতি, সাংবাদিক, র্ধমীয়-রাজনৈতিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করে।
সময় জার্নাল/এলআর