মো: ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে বিকাল ৫টায় ইউনিটির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।
ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ জামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও সেলিম মিঞা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল আজিজ, অফিসার ইনচার্জ এম এম মায়নুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, ন্যাপ সভাপতি আলমগীর আহম্মেদ শাহজাহান এবং ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।
এমআই