সময় জার্নাল রিপোর্ট : করোনা সংক্রমণ ঊর্ধগতির কারণে আমেরিকান নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটি। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই সতর্কতা জারি করে।
সিডিসির এক প্রতিবেদনে বিশ্বের দেশগুলোকে ৪টি আলাদা তালিকায় ভাগ করা হয়েছে। যেখানে বাংলাদেশকে রাখা হয়েছে ‘অতি উচ্চ’ লেভেল চারে। কোভিড সংক্রমণের মাত্রার ভিত্তিতে স্বল্প, মধ্যম, উচ্চ ও অতি উচ্চ, এই চারটি লেভেল তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সফরের ক্ষেত্রে সিডিসির ওয়েবসাইটে দেয়া সতর্কতায় বলা হয়েছে, আমেরিকানদের উচিত বাংলাদেশে সকল প্রকার ভ্রমণ এড়িয়ে চলা। কারণ হিসেবে বলা হয়েছে, এই অবস্থায় বাংলাদেশ সফর করলে দুই ডোজ ভ্যাকসিন নেয়া মার্কিনিরাও করোনার নতুন ধরনে সংক্রমিত হতে পারেন।
এতে আরও বলা হয়েছে, যদি কাউকে বাংলাদেশ ভ্রমণ করতেই হয়, তাহলে এর আগে অবশ্যই কোভিড ভ্যাকসিনের দুই ডোজ পূর্ণ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ সফরের সময় মাস্ক পরতে হবে। যেকোনো ধরনের সমাবেশ ও ভিড় এড়িয়ে চলতে হবে এবং কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
সময় জার্নাল/আরইউ