আন্তর্জাতিক ডেস্ক:
ভোরের আলো ফোটার পরপরই মালদ্বীপের রাজধানী মালে’তে অবতরণ করেছে একটি ব্যক্তিগত বা প্রাইভেট জেট বিমান। উদ্দেশ্য আর কিছু নয়। শ্রীলঙ্কার পলায়নরত প্রেসিডেন্টকে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছে দেয়া। তিনিও মালদ্বীপ ছাড়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। বুধবার দিবাগত রাতেই গোটাবাইয়া রাজাপাকসে, তার স্ত্রী আইওমা রাজাপাকসে এবং দু’জন নিরাপত্তা কর্মকর্তার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরোহণ করে পগার পার হওয়ার কথা ছিল। কিন্তু পলায়নরত গোটাবাইয়ার বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দ। নিরাপত্তা নিয়ে সংশয়। যদি তাকে মেরে ফেলা হয়! যদি তাকে ঘুরিয়ে সেই শ্রীলঙ্কাতেই নিয়ে যাওয়া হয়! তবেতো জনরোষেই প্রাণটা যাবে! এমন আশঙ্কায় তিনি ওই ফ্লাইটে ওঠেননি। পালিয়ে বেড়ানো মানুষদের এমনই পরিণতি হয়।
এ খবর দিয়ে অনলাইন ডেইলি মিরর বলেছে, এ অবস্থায় গোটাবাইয়া অনুরোধ করে বলেছেন, তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটে উঠবেন না। তার ভয় করে।
মালদ্বীপ ছাড়ার জন্য তাকে যেন একটি প্রাইভেট জেট দেয়া হয়। এ নিয়ে গত রাতে মালদ্বীপ কর্তৃপক্ষ আলোচনা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে একটি জেট বিমান ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছে। তাতে করেই গোটাবাইয়ার অল্প সময়ের মধ্যে মালদ্বীপ ত্যাগ করার কথা রয়েছে। তিনি আজ সিঙ্গাপুরে পৌঁছার পর তার পদত্যাগের ঘোষণা দেয়া হতে পারে।
এমআই